রাজধানীতে বিশাল আকৃতির গুইসাপ!
বাংলাদেশে তিন প্রজাতির গুইসাপ দেখা যায়। এগুলো হলো সোনা গুই, কালো গুই ও রামগাদি বা বড় গুই। এদের প্রতিটিই বিপন্ন। কালো গুইসাপ দেশের সর্বত্র দেখা যায়। সোনা গুই পাহাড়ি এলাকায় আর রামগাদির প্রধান আবাস হলো মিঠাপানি ও লোনাপানির সঙ্গম এলাকায়।
ফেসবুকে একটি গুইসাপের ছবি দেখা গেলো। ফেসবুক থেকে জানা যায়, গতকাল ধানমন্ডি থেকে ১০ কি:মি: দূরে বড় গুই বা রামগাদি (গুইসাপ) ধরা পরে। এলাকাবাসী খুবই উৎসাহ নিয়ে মারার জন্য ব্যস্ত হয়ে উঠল গুইটিকে। সবার ধারনা ছিল এটি কুমির। অবশেষে সাপটি খুবই ধীর গতিতে একটি ঝোপে আশ্রয় নিয়েছে।
ছবি: ফেসবুক