কনজার্ভেটিভদের নিরঙ্কুশ বিজয়
পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা পেয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দল কনজার্ভেটিভ পার্টি। একক সংখ্যাগরিষ্টতার জন্য প্রয়োজনীয় ৩২৬ আসন পেয়েছে দলটি।
ডেভিড ক্যামেরন আবারও দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে যাচ্ছেন। দলের জয় বুঝতে পেরেই ক্যামেরন জাতিকে ঐক্যবদ্ধ করার ঘোষণা দিয়েছেন।
এদিকে, নির্বাচনে দেশটির দ্বিতীয় বৃহত্তম দল লেবার পার্টি পেয়েছে ২৩০টি আসন।
৫৬টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি)। এ ছাড়া লিবারেল ডেমোক্র্যাট পার্টি ৮টি, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি ৮টি, সিন ফেইন ৪টি, প্লেইড কিম্রু ৩টি, সোশ্যাল ডেমোক্রেটিক এ্যান্ড লেবার পার্টি ৩টি, আলস্টার ইউনিয়নিস্ট পার্টি ২টি এবং ইউকেআইপি, গ্রিন পার্টি ও অন্যান্য ১টি করে আসন পেয়েছে।
নির্বাচনের আগে এবং ভোটগ্রহণ শেষে যেসব জরিপের ফল প্রকাশ করা হয়েছিল তাতে কনজার্ভেটিভ পার্টির ৩১৬টি আসন পাওয়া সম্ভাবনার কথা বলা হয়েছিল। ওই সম্ভাবনা ছাড়িয়ে এককভাবে নির্বাচিত হলো দলটি।
বৃহস্পতিবার দেশটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রায় ৫ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৬৬ শতাংশ।