কুমিল্লায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত: চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

Railকুমিল্লায় শুক্রবার রাত ১০টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জেলার ময়নামতি স্টেশন সংলগ্ন জাঙ্গালিয়া এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ট্রেনটির ইঞ্জিনের দু’টি চাকা লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান ভূঁইয়া জানান, নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি সদর দক্ষিণ উপজেলার ময়নামতি রেলওয়ে স্টেশন সংলগ্ন জাঙ্গালিয়া এলাকায় পৌঁছলে ইঞ্জিনের দু’টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে লাকসাম রেলওয়ে জংশন থেকে টুলব্যান (উদ্ধারকারী ট্রেন) ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে বলে জানান তিনি। ট্রেনটি রাত ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছেছে।
তিনি আরও জানান, ইঞ্জিনের চাকা লাইনচ্যুতির ঘটনায় ঢাকা থেকে নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস ও চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন কুমিল্লা স্টেশনে আটকা পড়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend