শিক্ষার্থিদেরকে ট্যাব দেওয়া হবে >> সচিব নজরুল ইসলাম খান
শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, শিক্ষার্থিদেরকে টেবলয়েট দেওয়া হবে যে কোন জায়গা থেকে তারা পাঠ গ্রহণ করতে পারবে। তার জন্য শিক্ষার সাথে যুক্ত করা হয়েছে আইটি। এতে কম্পিউটারের মাধ্যমে ভিডিও ক্লাস করা যাবে। সৃষ্টিতে আনন্দ আছে। বিদ্যালয়ের প্রতিটি ক্লাস রুমে দেয়াল লিখন থাকবে। যা শিশুরা নিজেরাই তৈরি করবে এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে পাঠদান চলবে।রোববার সকালে নালিতাবাড়ীর কাপাসিয়া শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে ‘স্মৃতি চিহ্ন’ উন্মোচন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা সচিব নজরুল ইসলাম খান এসব কথা বলেন।
তাঁর বক্তব্যে তিনি আরো বলেন, বই মাল্টিমিডিয়ার সাথে সংযুক্ত করা হচ্ছে তেমনি পড়া যাতে অল্প সময়ে শেখা যায় ওই রকম ভাবেই বই বানানো হচ্ছে। তিনি আরো বলেন, প্রতিটি জেলায় হাইট্যাক পার্ক তৈরি করা হবে। এতে ঘরে বসেই মাল্টিমিডিয়ার মাধ্যমে অর্থ উপার্জন করা যাবে। নালিতাবাড়ী ও নকলাতে টেকনিক্যাল কলেজ স্থাপন করা হবে বলে তিনি ঘোষণা দেন। হাইট্যাক পার্কের জন্য তিনি শেরপুর জেলা প্রশাসককে জমি দেখতে বলেন। সব শিক্ষা প্রতিষ্ঠানে যাতে মাল্টিমিডিয়া চালু করা যায় তার জন্য বিদ্যুৎবিহীন বিদ্যালয়গুলোতে সোলার প্যানেল দেওয়া হবে। মাল্টিমিডিয়া ভিত্তিক শিক্ষাদানের জন্য পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয় থেকে একজন করে শিক্ষককে ইনহাউজ ট্রেনিং দেওয়া হবে। তিনি সরকারকে অনুরোধ জানিয়ে বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান যেন সরকারিকরণ করা হয় (সচিব) মৃত্যুর আগে তিনি তা দেখে যেতে চান। শিক্ষা নিলে অনেক পরিবর্তন হয়। আয়ু বেড়ে যায়। সু-শৃংখল জীবনযাপন করা যায়। কাপাসিয়া শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এম এ হাকাম হীরার সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- প্রকৌশলি দেওয়ান মোহাম্মদ আনজালা, জেলা প্রশাসক জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোল্লা নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হোসেন, সহ সভাপতি আব্দুস সবুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা প্রমুখ।