ছুটি না দেওয়ায় টয়লেটে সন্তান প্রসব : ৩ কর্মকর্তাকে তলব
অন্তঃসত্ত্বা এক নারী শ্রমিককে ছুটি না দেওয়ায় গার্মেন্টসের টয়লেটে সন্তান প্রসব করার ঘটনার ব্যাখ্যা প্রদান করতে এ্যাপেক্স ফুটওয়্যার ফ্যাক্টরির পরিচালকসহ তিনজনকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৪ জুন তাদের স্বশরীরে হাজির হয়ে আদেশের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মাদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
আদেশের বিষয়টি সংশ্লিষ্ট আদালতের ডেপুর্টি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ছুটি না পেয়ে শনিবার কারখানার টয়লেটের ভেতরে সন্তান প্রসব করেন হামিদা আক্তার নামে এক নারী শ্রমিক। প্রসবের পর মাকে বাঁচানো গেলেও নবজাতকের মৃত্যু হয়।
কালিয়াকৈর থানা নির্বাহী কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে এ বিষয়ে তদন্ত করে আগামী ২৪ জুন আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।