ভারতের বিপক্ষেও জয়ের প্রত্যাশা সাকিবের
আগামী ৯ জুন থেকে শুরু হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার একটি টেস্ট এবং ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ। দেশ সেরা ক্রিকেটার সাকিব আল হাসান আশা প্রকাশ করেছেন, পাকিস্তানের পর ভারতের বিপক্ষেও ওয়ানডে সিরিজ জিততে পারবে বাংলাদেশ। রবিবার বনানীতে নিজ রেষ্টুরেন্টে এমন কথা বলেছেন তিনি।
সাকিব বলেছেন, ‘আমরা খুব আত্মবিশ্বাসী। পাকিস্তানের বিপক্ষে যেভাবে ক্রিকেট খেলেছি, তাতে করে আমি মনে করি, ভারতের বিপক্ষে সিরিজ জয় সম্ভব আমাদের পক্ষে। সেই লক্ষ্যেই আমরা প্রস্তুতি নেব।’
এ ছাড়াও টেস্টে নিজেদের পেস আক্রমণ নিয়ে হতাশা ব্যক্ত করেছেন সাকিব। তিনি বলেছেন, ‘টেস্টে জিততে গেলে পেসারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়; আমাদের দলের পেসাররা যা করতে পারছে না। তাদেরকে ঘরোয়া ক্রিকেটে খুব ভালভাবে নার্সিং করতে হবে। তাহলেই এই সমস্যার সমাধান হবে বলে মনে করি।’
এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার ক্রিকেট লিগের (আইপিএল) দুটি ম্যাচে অংশ নিতে সোমবার দুপুরে কলকাতার বিমানে উঠছেন সাকিব আল হাসান। তিনি নিজেই কথাটি নিশ্চিত করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি নিয়ে আগামী ১৪ ও ১৬ মে অনুষ্ঠিতব্য ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের বিপক্ষে খেলার কথা রয়েছে সাকিবের। মূলত এই দুটি ম্যাচ খেলানোর জন্যই সাকিবকে বাংলাদেশ থেকে উড়িয়ে নিয়ে যাচ্ছে তার দল কলকাতা নাইট রাইডার্স।
পাকিস্তান বিপক্ষে হোম সিরিজের আগেও আইপিএলে কলকাতার হয়ে (মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) দুইটি ম্যাচ খেলেছেন সাকিব।
বিসিবি নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আইপিএলের দুটি ম্যাচ খেলার জন্য বিসিবির কাছে সাকিব অনুমতি চেয়েছিলেন। বাংলাদেশ জাতীয় দলের এখন কোনো খেলা না থাকায় তাকে আইপিএলে খেলার জন্য অনুমতি দেওয়া হয়েছে।’
আগামী ৭ জুন বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। ভারতের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে ২০ মে থেকে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে। তার আগেই ঢাকায় ফেরার কথা রয়েছে সাকিব আল হাসানের।