ফেসবুকে অশ্লীল ছবি আপলোড বন্ধে হাইকোর্টের নির্দেশ

Untitled-15মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পর্নোগ্রাফি, অশ্লীল ভিডিও ও ছবি, অশালীন বক্তব্য আপলোড ও ট্যাগ বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ ও তথ্যপ্রযুক্তি আইন, ২০১৩ বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
অশ্লীল ছবি আপলোড ও ট্যাগের সঙ্গে জড়িতদের এ সব আইনের অধীনে কেন শাস্তি দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মনজিল মোরসেদ।
গত ২১ এপ্রিল জনস্বার্থে হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠন এ রিট দায়ের করে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend