মধুটিলা হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত ৩ আসামীর সর্বশেষ খোকন গ্রেফতার
শেরপুরের মধুটিলা ইকোপার্ক সংলগ্ন এলাকায় বেড়াতে যাওয়া কলেজ ছাত্রকে খুনের ঘটনার সর্বশেষ আসামী খোকনকেও গ্রেফতার করেছে পুলিশ। ১০ মে রাতে নালিতাবাড়ীর বারোমারী বাজার থেকে খোকনকে গ্রেফতার করা হয়। ইতোপূর্বে ঘটনার সাথে জড়িত নাজমুল ও মমিনকে গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য গত ২০ ফেব্রুয়ারী ৪ বন্ধু রাজ্জাক, শামীম, ফারুক ও ইমন মিলে শেরপুরের নালিতাবাড়ীস্থ ইকোপার্ক মধুটিলা সংলগ্ন লালটিলায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীদের দ্বারা আক্রান্ত হয়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হয় শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আঃ রাজ্জাক। অন্য ৩ জনও গুরুতর আহত হয়।
খুনের পরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। গত ২৫ মার্চ গাজীপুর থেকে গ্রেফতার করে নাজমুলের সহযোগী মমিনকে। মমিনের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ জয়দেবপুরের তেলীপাড়া থেকে ছিনতাইকৃত মোবাইলসেটগুলির একটি উদ্ধার করে। পরে সেই মোবাইলের সূত্র ধরেই ৩ এপ্রিল গ্রেফতার হয় নাজমুল। সর্বশেষ গ্রেফতার হল খোকন।