আমাকে অপহরণ করা হয়েছিল: সালাহ উদ্দিন

salah uddin 1দুই মাস আগে আমাকে ঢাকার উত্তরা থেকে অপহরণ করা হয়েছিল বলে দাবি করেছেন ভারতের মেঘালয়ে গ্রেপ্তার বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদ। সোমবার গ্রেপ্তারের পর সালাহ উদ্দিনকে স্থানীয় একটি মানসিক হাসপাতালে পাঠায় মেঘালয় পুলিশ। চিকিৎসকরা মানসিক কোনো সমস্যা না থাকার কথা জানালে তাকে অন্য একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়।

দুই মাস আগে ঢাকা থেকে তাকে অপহরণ করা হয়েছিল বলে তিনি দাবি করেন।- শিলংয়ের সুপারিনটেনডেন্ট অব পুলিশ এইচ খারখারানের বরাত দিয়ে এনডিটিভি-একথা জানিয়েছে। এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ‘তিনি (সালাহ উদ্দিন) কীভাবে পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করলেন, আমরা এখনো তা খতিয়ে দেখছি। তিনি (সালাহ উদ্দিন) দাবি করেছেন, তিনি কিছুই জানেন না। তবে বলেছেন, দুই মাস আগে ঢাকা থেকে তাকে অপহরণ করা হয়েছিল।’

এর আগে দুই মাসের বেশি সময় নিখোঁজ থাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ।

মঙ্গলবার দুপুর ১২টার কিছুক্ষণ আগে সালাহ উদ্দিনের সঙ্গে তার কথা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী। মঙ্গলবার দুপুরে গুলাশনে নিজের বাসায় হাসিনা আহমেদ সাংবাদিকদের বলেন, সালাহ উদ্দিন ভারতের শিলংয়ের মিমহানস মেন্টাল হসপিটালে আছেন। সেখান থেকেই দুপুরে ঢাকায় ফোন করেন তিনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend