চীনের স্মার্টফোন বাজারে শীর্ষে অ্যাপল
চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমিকে পেছনে ফেলে দেশটিতে শীর্ষস্থান দখল করে নিয়েছে অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের হিসেব থেকে এ তথ্য জানিয়েছে আইডিসি। প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম প্রান্তিকে অ্যাপলের আইফোনের দখলে ছিল চীনের স্মার্টফোন বাজারের ১৪.৭ শতাংশ। এই সময়ে অ্যাপলের সরবরাহকৃত আইফোনের পরিমাণ ছিল প্রায় ১ কোটি ৪৫ লাখ ইউনিট। অন্যদিকে এর আগে শীর্ষস্থানে থাকা শাওমি’র দখলে ছিল ১৩.৭ শতাংশ এবং সরবরাহকৃত স্মার্টফোনের পরিমাণ ছিল ১ কোটি ৩৫ লাখ ইউনিট।
তালিকায় তৃতীয় স্থানে আছে হুয়াওয়ে, চতুর্থ স্থানে স্যামসাং এবং পঞ্চম স্থানে লেনোভো। প্রতিবেদনে আরও বলা হয়, গত ছয় বছরের মধ্যে এ বছরের প্রথম প্রান্তিকে কমেছে স্মার্টফোন সরবরাহের পরিমাণও।
তথ্যসূত্র: সিনেট