চার হাজার বছর পর বইল সরস্বতীর ধারা!
একেই বোধহয় বলে প্রকৃতির খামখেয়ালিপনা! ভারতের তিন অন্যতম প্রধান নদী গঙ্গা, যমুনা ও সরস্বতী। প্রথম দু’টি নদীর অস্তিত্ব প্রকট হলেও সরস্বতী যুগ যুগ ধরেই অন্তঃসলীলা। পুরাণে সরস্বতী নদীর উল্লেখ থাকলেও কোনও দিনই নদীটিকে কেউ প্রত্যক্ষ করেনি। এহেন সরস্বতী নদী সকলকে অবাক করে হঠাত্ জেগে উঠল ৪ হাজার বছর পর। হাজার হাজার বছর ধরে মাটির নীচে বয়ে চলা সরস্বতীর নদীর আকস্মিক উত্থানে রীতিমতো উত্সব শুরু হয়ে গিয়েছে হরিয়ানার যমুনানগরে।
আজ থেকে ৪ হাজার বছর আগে হরিয়ানার যমুনানগরের উপর দিয়ে বইত সরস্বতী নদী। সেই সময় একটি শক্তিশালী ভূমিকম্পের পর হারিয়ে যায় নদীটি। সম্প্রতি সরস্বতীকে খুঁজে বের করতে উদ্যোগ নেয় হরিয়ানা সরকার। অবশেষে মঙ্গলবার তার দেখা মিলেছে। যমুনানগরের মুগলওয়ালি গ্রামে জেগে উঠেছে সরস্বতী। স্থানীয় পঞ্চায়েত প্রধান বলকার সিং-এর কথায়, ‘দুপুর ১টা নাগাদ মাটি খোঁড়ার সময় হঠাত্ জল দেখতে পাওয়া যায়। প্রায় ৮ ফুট খোঁড়ার পর দেখা যায়, জল ক্রমেই বাড়ছে।’
নদী বিশেষজ্ঞরা যাবতীয় পরীক্ষা করে নিশ্চিত, এই সেই সরস্বতী নদী। হিন্দু পুরাণে যাকে পবিত্র নদীর আখ্যা দেওয়া হয়েছে। সরস্বতীকে খুঁজে বের করতে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার ৫০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন রাজ্য বাজেটে। স্থানীয় প্রশাসন আশা করছে, সরস্বতী নদীর দেখা দেওয়ায় গ্রামে ধর্মীয় পর্যটন বাড়বে।