স্কাইপ ট্রান্সলেটরের মাধ্যমে কথাবার্তার তাৎক্ষণিক অনুবাদ
এবার হাতের মুঠোয় আসছে অন্য কোনো ভাষার মানুষের সঙ্গে যোগাযোগ, যা নিয়ে এসেছে মাইক্রোসফটের মালিকানাধীন স্কাইপ। এর সাহায্যে বিভিন্ন ভাষাভাষী মানুষদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ভাষা পরিবর্তন সম্ভব হবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
বিদেশে যারা বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে যোগাযোগে সমস্যায় পড়েন তাদের জন্য স্কাইপ এবার খুবই কার্যকর হবে। কারণ এর মাধ্যমে সহজেই ভাষা পরিবর্তন করা যাবে। আর এতে যোগাযোগ হয়ে যাবে একেবারেই সহজসাধ্য।
গত বছরের মে মাসেই স্কাইপের এ সেবাটি সীমিত পরিসরে শুরু হয়। তবে এটি ব্যবহারের কিছু বিধিনিষেধ ছিল। এবার সেই বিধিনিষেধ প্রত্যাহার করল মাইক্রোসফট। উইন্ডোজ ৮.১ ও উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস থেকে এ সেবা পাওয়া যাবে।
এখন ইংরেজি ও স্প্যানিশ ভাষায় সরাসরি কথার ক্ষেত্রে এ অনুবাদ সুবিধা পাওয়া যাচ্ছে। পরবর্তীতে এতে আরো ভাষা যোগ হবে। এ ছাড়াও লেখার মাধ্যমে ৪০টি ভাষায় এ অনুবাদ করা যাবে।