‘পয়লা বৈশাখে দায়িত্বপ্রাপ্তদের সরে দাঁড়াতে হবে’
পয়লা বৈশাখে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, তাই অবশ্যই তাদের সরে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী এ্যাডভোকেট সুলতানা কামাল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির প্রধান গেটের সামনে বর্ষবরণে যৌন নিপীড়নকারীদের গ্রেফতার ও বিচার দাবি এবং ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে ‘পাল্টা আঘাত’-এর আয়োজিত বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশকালে বহস্পতিবার বিকেলে তিনি এ মন্তব্য করেন।
সুলতানা কামাল বলেন, ‘যারা পয়লা বৈশাখে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা নানাভাবে যৌন নিপীড়নের ঘটনাটি প্রথমে অস্বীকার করতে চেয়েছিলেন। পরবর্তী সময়ে যখন তাদের বিভিন্ন তথ্য-প্রমাণ দেওয়া হয়, সেই তথ্য-প্রমাণকে তারা ভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘পয়লা বৈশাখের ঘটনার বিচার হওয়া উচিত। পুলিশ বাহিনীর দায়িত্ব অপরাধীকে ধরা নয় বরং তাদের প্রথম দায়িত্ব অপরাধকে দমন করা।’
ঢাবি প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ আজ নারী নির্যাতনের ঘটনাকে ধামাচাপা দিচ্ছেন। কারণ এতে তাদের মর্যাদার হানি হচ্ছে কিন্তু লিটন নন্দী বিশ^বিদ্যালয়ের জন্য যে গৌরবের ইতিহাস তৈরি করেছেন, তা হাজার ছাত্রের গৌরবকেও ছাড়িয়ে যায়।’
এ সময় উপস্থিত ছিলেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, যুব ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল ক্বাফি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক লাকী আক্তার, ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি লিটন নন্দী প্রমুখ।