সচল হল খালেদার কার্যালয়ের টেলিফোন সংযোগ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের ল্যান্ডফোনের লাইন সচল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় টিএ্যান্ডটি অফিস থেকে লোকজন এসে লাইনটি সচল করে দিয়ে যায়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রায় সাড়ে তিন মাস পর ল্যান্ডফোনটির লাইন সচল করা হল।
গত ৩১ জানুয়ারি গুলশান কার্যালয়ের টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
খালেদা জিয়া ৩ জানুয়ারি রাত থেকে গুলশানের ওই কার্যালয়ে অবস্থান করছিলেন। ৩০ এপ্রিল রাতে কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরের দিন ডিশ, ইন্টারনেটের সঙ্গে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বিদ্যুৎ, ডিশ, ইন্টারনেট সংযোগ দেওয়া হলেও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন ছিল। ৫ এপ্রিল খালেদা জিয়া কার্যালয় ছেড়ে বাসায় ফেরেন।