‘সুপার কোচ’ গাঙ্গুলী
তিনি কোচ বাছাই কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। অথচ নিজেই কিনা হয়ে যেতে পারেন কোচ। অন্তত বাংলাদেশ সফরে আপৎকালীন হলেও কোচ হয়ে আসার জোরালো সম্ভাবনা রয়েছে সৌরভ গাঙ্গুলীর। সরাসরি কোচ না ডেকে বলা হবে ‘সুপার কোচ’। যেমন ‘টেকনিক্যাল ডিরেক্টর’ নামে মূলত কোচেরই দায়িত্ব এত দিন পালন করে এসেছেন রবি শাস্ত্রী। তবে আইসিসি চেয়ারম্যান এন শ্রীনিবাসনের ঘনিষ্ঠ হওয়ায় শাস্ত্রীকে দায়িত্ব থেকে সরানো হতে পারে বাংলাদেশ সফরের আগে।
আগামী ৭ জুন বাংলাদেশে আসার কথা ভারতের। ফতুল্লায় প্রথম টেস্ট শুরু হবে ১০ জুন। কিন্তু ডানকান ফ্লেচারের বিদায়ের পর নতুন কোচের বিজ্ঞাপন দেওয়া হয়নি এখনো। বাংলাদেশ সফরের আগে তাই নতুন কোচ নিয়োগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ‘সুপার কোচ’ হিসেবে গাঙ্গুলীকে দিয়ে তাই আপাতত কাজটা চালিয়ে নিতে পারে ভারত। তবে সাবেক অধিনায়ককে এই একটা সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হতে পারে বলে গতকাল জানিয়েছে কলকাতার দৈনিক আনন্দবাজার। আপাতত সৌরভকে দায়িত্ব দেওয়া হবে ‘হাই পারফরমেন্স ম্যানেজারে’র আদলে বিদেশের মাটিতে বিশেষ করে উপমহাদেশের বাইরে ভারতের পারফরমেন্সের উন্নতির পরিকল্পনা সাজানোর।
আনন্দবাজার পত্রিকা