শ্রীবরদী কৃষি ব্যাংকর সংবাদ প্রকাশ : গ্রাহক ও জনপ্রতিনিধিদের প্রতিবাদ

শ্রীবরদী প্রতিনিধ ঃ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীবরদী শাখায় কর্মরত পিয়ন ছালামত উল্লাহ ও শাখা ব্যবস্থাপক এস.এম মুশফিকুর রহমানের বিরুদ্ধে গত ১১ মে দৈনিক তথ্যধারাসহ কয়েকটি পত্রিকায় “ব্যাংক পিয়নের দাপটে অতিষ্ট গ্রাহক” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদ প্রকাশের পরেই বাংলাদেশ কৃষি ব্যাংক শ্রীবরদী শাখার ৩ শতাধিক গ্রাহক ও স্থানীয় আ’লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, পৌর মেয়র আঃ হাকিম, পৌরসভার সকল কাউন্সিলরসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গদের মাঝে বিরাট চাপা ােভের সৃষ্টি হয়েছে। ব্যাংকের গ্রাহক মোঃ সাইফুল ইসলাম বলেন, ছালামত উল্লাহ ও বর্তমান শাখা ব্যবস্থাপক অত্র শাখায় আসার পর থেকেই আমাদের কাজ সঠিক ভাবে হচ্ছে এবং আমাদের কোন অসুবিধা হচ্ছে না, সিসি গ্রাহক মোঃ কুরবান আলী বলেন, ছালামত উল্লাহ ও শাখা ব্যবস্থাপক আমার জানা মতে কোন গ্রাহককে হয়রানি করতে পারে না। অত্র মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, স্বার্থনেশী সংবাদের বিরুদ্ধে আমরা সকলেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ব্যাংক গ্রাহক রুহুল আমিন বলেন, ইতি পূর্বেও ওই প্রতিনিধির বিরুদ্ধে শ্রীবরদী রাইন মিল মালিক সমিতির সভাপতি বাদী হয়ে একটি চাঁদাবাজী মামলা করে। এ ব্যাপারে শাখা ব্যবস্থাপক এস.এম. মুশফিকুর রহমান ও পিয়ন ছালামত উল্লাহ বলেন, একটি কু-চক্রি মহল আমাদেরকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এবং আমাদের মান সম্মান তথা ব্যাংকের সুনাম ুন্ন করার উদ্দেশ্যে ওই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট সংবাদটি প্রকাশিত করেছে। ওই সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend