শেরপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে সেমিনারে মোস্তাফা জব্বার

m-jobbar-300x160শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে তথ্য ও যোগযোগ প্রযুক্তি সচেতনতা বিষয়ক  এক সেমিনার অনুষ্ঠিত হয়।

খ্যাত প্রযুক্তিবিদ বিজয় কিবোর্ডের উদ্ভাবক হিসাবে বহুল পরিচিত মোস্তাফা জব্বার সেমিনানে মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কম্পিউটার সমিতির সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসাবে সেমিনার উদ্বোধন করেন শেরপুরে জেলা প্রশাসক জাকীর হোসেন। বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব নজরুল ইসলাম মিলনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারী মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ অধ্যাপক আশীষ চন্দ্র কর, শেরপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া , বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক এটি শফিক উদ্দিন আহমেদ।

সেমিনারটির সঞ্চালনায় ছিলেন শেরপুর সেভেন মিরর কম্পিউটার এন্ড টেকনোলজির স্বত্বাধিকারী ফেরদৌস ওয়াহিদ রনি।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend