সীমান্ত বিল পাস কূটনীতিক সাফল্য : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দীর্ঘ ৪০ বছর পর ভারতের পার্লামেন্টে স্থল সীমান্ত চুক্তি বিল পাস হয়েছে। বর্তমান সরকারের রাজনৈতিক ও কূটনীতিক সাফল্যের প্রতিফলন এটি। এটি বাংলাদেশের জন্য বিরাট অর্জন।’
তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের অনেক সমস্যা ছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় থাকাকালে সেগুলোর সমাধান করতে পারেনি।’
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ এলে ভারতের কাছ থেকে ন্যায্য অধিকার আদায় করে। আর বিএনপি-জামায়াত বিরোধী দলে থাকলে ভারত বিরোধিতা করে আর ক্ষমতায় গেলে ভারতের তোষামোদি ও চাটুকারিতা করে এটিই তাদের চরিত্র।’
জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মইনুদ্দীন মণ্ডল। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম রাব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
সভাস্থল থেকেই প্রধান মন্ত্রী ১০ কোটি টাকা ব্যয়ে যুব প্রশিক্ষণ কেন্দ্র, ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চক্ষু হাসপাতালসহ আরও তিনটি প্রকল্পের উদ্বোধন করেন। এ ছাড়াও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রসহ চারটি প্রকল্পের। এর আগে সদর উপজেলার সাহেবের ঘাট এলাকায় নবনির্মিত শেখ হাসিনা সেতুর উদ্বোধন করেন তিনি।