মেঘালয়ের পথে সালাহ উদ্দিনের স্ত্রী
মেঘালয়ের শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করার জন্য ভারতের পথে রওয়ানা হয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। রবিবার রাত ৯টা ৪৫ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তিনি কলকাতার উদ্দেশে রওয়ানা দেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শামসুদ্দিন দিদার জানান, রবিবার রাত ৮টার দিকে হাসিনা আহমেদ ভারতের ভিসা পান। বোন জামাই মাহবুব কবিরের সঙ্গে তিনি রাত পৌনে নয়টায় বিমানবন্দর পৌঁছান। এরপর ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভারতের উদ্দেশে রওয়ানা দেন।
দুই মাস ধরে নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদের খোঁজ মেলে গত মঙ্গলবার। ভারতের মেঘালয়ের শিলংয়ের একটি হাসপাতালে পুলিশি হেফাজতে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ওই দিন সকালে স্ত্রী হাসিনা আহমেদকে ফোন করে সালাহ উদ্দিন নিজেই এই খবর জানান। হাসিনা আহমেদ প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং পরে সাংবাদিকদের ব্রিফ করে এ ঘটনাটি জানান।