সালাহ উদ্দিন সুস্থ ও স্বাভাবিক নন
ভারতের মেঘালয়ে শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ তার স্বাস্থ্য ও সার্বিক অবস্থা নিয়ে এখনো শঙ্কিত, আতঙ্কিত ও উৎকণ্ঠিত। সবক্ষেত্রেই এখন তিনি স্বাভাবিক ও সুস্থ মানুষ নন।’
মেঘালয়ে অবস্থানরত বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি রবিবার দুপুরে মোবাইল ফোনে আলাপকালে এমনটাই জানালেন।
৬২ দিন নিখোঁজ থাকার পর গত মঙ্গলবার মেঘালয়ে সালাহ উদ্দিনের সন্ধান পাওয়া যায়। পরদিনই ভারতের মেঘালয়ে ছুটে যান জনি। বৃহস্পতিবার সালাহ উদ্দিনের সঙ্গে প্রথম দেখা করার সুযোগ পান তিনি। রবিবার দুপুরে শিলং সিভিল হাসপাতালে চিকিৎসাধীন সালাহ উদ্দিনের সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ করে বের হওয়ার পর আব্দুল লতিফ জনির সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।
সালাহ উদ্দিনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জনি বলেন, ‘উনার পায়ে পানি নেমে গেছে। চাপ দিলে দেবে যাচ্ছে। রাতে ঘুমাতে পারেন না। এ ছাড়া কোমরে ব্যথা, প্রচণ্ড ব্যথা। শারীরিক অবস্থা এমন যে প্রায় ১৫ কেজি ওজন কমে গেছে। উনি এখনো শঙ্কিত, আতঙ্কিত ও উৎকন্ঠিত সব বিষয়ে। উনি এখন স্বাভাবিক ও সুস্থ মানুষ নন।’
সালাহ উদ্দিন আহমেদ কী আপনাদের চিনতে পারছেন? এমন প্রশ্নের জবাবে আব্দুল লতিফ জনি বলেন, ‘হ্যাঁ, তবে ও রকম না। কোনো একটা ঘটনা বলার পর আবার ভুলে যাচ্ছেন। মনে রাখতে পারছেন না।’
হাসতাপালে সালাহ উদ্দিনের খাবার-দাবার সম্পর্কে তিনি বলেন, ‘বাইরের খাবার এ্যালাউ করা হয় না। চেক করে ঢুকানো হয়। আমি শুধু আপেল নিয়ে গিয়েছিলাম। এটা ঢুকতে দিয়েছে।’
জনি জানান, ‘উনার (সালাহ উদ্দিন) প্রতি ভারতের কর্তৃপক্ষের সর্বোচ্চ দৃষ্টি রয়েছে। চিকিৎসার ব্যাপার থেকে শুরু করে সব কিছুতে। হার্টের চিকিৎসা এখানে হবে না। মাদ্রাজ অথবা দিল্লিতে হতে পারে। তবে চিকিৎসার কোনো কমতি নেই। যদি মাদ্রাজ নেওয়া লাগে তারাই ব্যবস্থা করে দিবে।’
সালাহ উদ্দিন আহমেদ মেঘালয়ে কিভাবে গেলেন এ ব্যাপারে আপনার সঙ্গে কোনো কথা হয়েছে কী? এমন প্রশ্নের জবাবে আব্দুল লতিফ জনি বলেন, ‘এই ব্যাপারে উনি (সালাহ উদ্দিন) কোনো কথা বলেননি। আমিও এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করিনি। কারণ এমন অবস্থায় কিছু জিজ্ঞেস করাও উনার জন্য বিব্রতকর।’
দুই মাস ধরে নিখোঁজ সালাহ উদ্দিনের খোঁজ মেলে গত ১২ মে। ভারতের মেঘালয়ের শিলংয়ের একটি হাসপাতালে তিনি এখন চিকিৎসাধীন। ওইদিন সকালে স্ত্রী হাসিনা আহমেদকে ফোন করে সালাহ উদ্দিন নিজেই এই খবর জানান। হাসিনা আহমেদ প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং পরে সাংবাদিকদের ব্রিফ করে এ ঘটনাটি অবহিত করেন।