বেনাপোলে কোটি টাকার হেরোইন জব্দ
যশোরের বেনাপোল থেকে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
বেনাপোলের সাদিপুর গ্রামের বেলতলা থেকে রবিবার রাতে হেরোইনের ওই চালানটি জব্দ করা হয়।
আটক কালু মিয়া ওই গ্রামের আলী বক্স মিয়ার ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, ভারত থেকে হেরোইনের একটি বড় চালান এনে সাদিপুর গ্রাম থেকে বেনাপোল বাজারে আনা হবে এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল রাত সাড়ে ৮টায় সাদিপুর গ্রামের বেল তলা মোড়ে অবস্থান নেয়। কিছু সময় পর কালু নামে এক ব্যক্তি সাইকেলযোগে রাস্তা দিয়ে বেনাপোল অভিমুখে যাওয়ার সময় পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। এ সময় তার শরীরে বাঁধা অবস্থায় একটি পলিথিনের প্যাকেট থেকে ১শ গ্রাম ওজনের ৮টি এবং ৫০ গ্রাম ওজনের ৪ টি মোট এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।
আটক কালু জানান, ভারতের বনগাঁ থানার জয়ন্তিপুর গ্রামের আলী হোসেন নামে এক ব্যক্তি তারকাটা পার করে এ হেরোইন তার কাছে দিয়েছিলেন বেনাপোল বাজারে পৌঁছে দেওয়ার জন্য।
আটক হেরোইনের বাজার মূল্য এক কোটি টাকা বলে পুলিশের এ কর্মকর্তা জানান। মাদক জব্দের ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।