নালিতাবাড়ীতে ইভটিজিংয়ের দায়ে ৬ মাসের কারাদন্ড
১৮ মে সোমবার দুপুরে নালিতাবাড়ীতে ইন্দ্র মোহন কোচ (১৯) নামে আদিবাসী ১ ইভটিজারকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবু সাঈদ মোল্লা উপজেলা পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ওই দন্ড দেন। দন্ডিত ইন্দ্রমোহন উপজেলার শমশ্চুড়া গ্রামের রংমোহন কোচের ছেলে।
নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, শমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াতের পথে নিয়মিত উত্যক্ত এবং মোবাইল ফোনে অশ্লীল মেসেজ দেওয়ার অভিযোগে সোমবার সকালে পুলিশ শমশ্চুড়া বাজার থেকে ইন্দ্রমোহনকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ মোল্লা ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। নালিতাবাড়ী থানার এসআই মো. আরিফ হোসাইন ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরেই দন্ডিত ইন্দ্রমোহন কোচকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।