নালিতাবাড়ীতে কৃষক সমিতির বিক্ষোভ সমাবেশ
ফসলের ন্যায্য দাম ,ইউনিয়ন পর্যায়ে সরকারী ক্রয়কেন্দ্র চালু ,শষ্যবীমা চালু ,সহজ শর্তে কৃষি ঋৃণ প্রদান ,পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের হযরানি বন্ধের দাবীতে ,কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ মে সোমবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ীতে বাংলাদেশ কৃষক সমিতি নালিতাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ।
স্থানীয় মক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে উপজেলা কৃষক সমিতির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কৃষক নেতা সোলায়মান হোসেন ,জেলা সিপিবির সভাপতি আবুল মনসুর আহমেদ ,উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ। এছাড়াও নালিতাবাড়ী উপজেলা সিপিবির সভাপতি কমরেড মাহফুজুর রহমান মাহফুজসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।