ঝিনাইগাতীতে ব্র্যাক কর্তৃক ছাত্রবন্ধু মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২০ মে বুধবার ব্র্যাক শিক্ষা কর্মসূচি পেইস ঝিনাইগাতী এর উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে বিষয়ভিত্তিক সহযোগিতা করার লক্ষ্যে ছাত্রবন্ধু কর্মসূচি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক র্যালী, আলোচনা সভা, খেলাধূলা, পুরষ্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যাক শিক্ষা কর্মসূচির সিনিয়র এলাকা ব্যবস্থাপক নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক শিক্ষা কর্মসূচি পেইস ময়মনসিংহ এর আঞ্চলিক ব্যবস্থাপক শেখ শহিদুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্রবন্ধু, শিক্ষার্থী, অভিভাবকসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্র্যাক জেলা প্রতিনিধি আতাউর রহমান। উক্ত কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পেইস এর এলাকা ব্যবস্থাপক সেলিনা পারভীন। প্রধান অতিথি ব্র্যাকের এ কর্মসূচিকে স্বাগত জানান এবং ঝিনাইগাতী উপজেলার প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রবন্ধু কর্মসূচি চালু করার জন্য অনুরোধ করেন। প্রধান অতিথি আরো বলেন, দেশের হতদরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ এবং শিক্ষার গুনগত মান উন্নয়নে ব্র্যাকের ছাত্রবন্ধু কর্মসূচি ব্যাপক ভূমিকা রাখবে বলে মনে করেন।