ডাকাত-পুলিশে ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ, ওসি আহত

CoxsBazar-Picture-BM01কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে একদল ডাকাতের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। এতে আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই পুলিশ সদস্য। বুধবার বিকেল ৩টার দিকে বদরখালী কোদালিয়াঘোনার খালের পাড়ে এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে পুলিশ দুটি লম্বা বন্দুক, একটি এলজি, ৪৫ রাউন্ড তাজা কার্তুজ, ১৬ রাউন্ড ফুটানো কার্তুজ, ৪টি কার্তুজের বেল্ট উদ্ধার করে। এসময় শহীদুর রহমান (৩২) নামে এক ডাকাত আটক হন। শহীদুর কোদালিয়াঘোনার নুরুন্নবীর ছেলে। গোয়েন্দা পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেন জানান, বদরখালী পূর্ব এলাকায় একদল ডাকাত চিংড়ি ঘেরে ডাকাতি ও জবর দখল করছে গোপনে এ সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। বিকেল ৩টার দিকে কোদালিয়াঘোনার খালের পাড়ে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পায় ডাকাতদল। এসময় তারা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। উভয় পক্ষে ৩৫/৪০ রাউন্ড গুলিবিনিময় হয়। এক পর্যায়ে ৭/৮ জন ডাকাত অস্ত্রসহ পালিয়ে সক্ষম হয়। পরে পুলিশ ডাকাত শহীদুরকে অস্ত্রসহ আটক করতে সমক্ষম হয়। এসব অস্ত্রের মধ্যে রয়েছে দুটি একনলা বন্দুক, একটি এলজি, ৪৫ রাউন্ড তাজা কার্তুজ ও ১৫ রাউন্ড খোসা। ওসি বলেন, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend