দু’গ্রুপে ধাওয়ায় স্বেচ্ছাসেবকলীগকর্মী গুলিবিদ্ধ
নির্মাণাধীন ভবনে বালু-পাথর সরবরাহ নিয়ে বিরোধের জের ধরে স্বেচ্ছাসেবকলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছে মিশু (২৬) নামে এক স্বেচ্ছাসেবকলীগ কর্মী।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ জানায়, শহরের শেরপুর রোডে ইয়াকুবিয়া স্কুলের মোড়ে ইংল্যান্ড প্রোপাটিজ নামের একটি বহুতল ভবন নির্মান কাজ শুরু হয়েছে। নির্মাণাধীন ভবনে বালু এবং পাথর সরবরাহ নিয়ে শহরের ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঙ্গে শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক কারাবন্দি নাসিমুল বারি নাসিমের সহযোগী সন্ধানের বিরোধ চলে আসছিল। নির্মাণাধীন ওই ভবনে কাজ পাওয়ার জন্য নাসিমের অনুপস্থিতিতে সন্ধান সুত্রাপুর এলাকার এক যুবলীগ নেতার আশ্রয় নেয়।
এনিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধ তুঙ্গে ওঠে। গত কয়েকদিন ধরে এনিয়ে দুই গ্রুপের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল। বুধবার সন্ধ্যায় সন্ধান তার সহযোগীদের নিয়ে আলতাফুন্নেছা খেলার মাঠ এলাকায় আসে। খবর পেয়ে মহিদুল ও তার সহযোগীরা সেখানে গিয়ে ধাওয়া করে। দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে সন্ধানের সহযোগী মিশু পায়ে গুলিবিদ্ধ হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপ-পরিদর্শক) মঞ্জুরুল হক ভুঞা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে মিশু গুলিবিদ্ধ হয়েছে। এঘটনায় জড়িতদের নাম পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।