কুমিল্লায় আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

khun/chakuকুমিল্লায় শাহ আলম সরকার (৪০) নামে এক আওয়ামী লীগকর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জেলার তিতাস উপজেলার হারাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম সরকার ওই গ্রামের বাচ্চু মিয়া সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার কলাকান্দি বাজারে পূর্ববিরোধের জের ধরে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা হারাইকান্দি গ্রামের একটি পুকুরপাড়ে শাহ আলম সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলার দাউদকান্দির গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নিহতের ভাই নূরে আলম সরকার  বলেন, ‘স্থানীয় মাসুক, আলাউদ্দিন, লিটন, হুমায়ুন, হারুন, হেরনসহ অন্যরা পূর্ববিরোধের জের ধরে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে।’
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ‘খবর পেয়ে গৌরীপুর হাসপাতাল থেকে শাহ আলম সরকারের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।’

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend