ধর্ষণের অভিযোগে আনসার সদস্যের বিরুদ্ধে মামলা
বিয়ের প্রলোভন দেখিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক রোগীর মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই হাসপাতালের এক আনসার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ২০ বছর বয়সী ওই ভিকটিম নিজে বাদী হয়ে শুক্রবার রাতে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় বকুল সরকার (২৫) নামের ওই আনসার সদস্যকে আসামি করা হয়েছে। তিনি ঢামেক হাসপাতালে কর্মরত ছিলেন। তার বাবার নাম আব্দুর রাজ্জাক সরকার। বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার তালাইহাটা গ্রামে। ওসি জানান, বর্তমানে ভিকটিম পুলিশ হেফাজতে রয়েছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হবে। ভিকটিম জানান, ২৫ এপ্রিল তার বাবা (৫০) পেটের ব্যথা নিয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন। তাদের বাড়ি পঞ্চগড় জেলায়। ১৬ মে তার বাবার অপারেশন করা হয়। এ সময় অপারেশন থিয়েটার (ওটি) গেটের সামনে কর্তব্যরত ছিলেন বকুল সরকার। ভিকটিম জানান, পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে তিনবার ধর্ষণ করেন বকুল সরকার। ঢামেক হাসপাতালের প্লাটুন কমান্ডার (পিসি) কিরণ আলী জানান, রোগীর ওই মেয়েটি বিষয়টি তাকে অবহিত করেন। এ সময় তাদের বিয়ে দেওয়া হবে বলে বকুল সরকারকে জানিয়ে দেওয়া হয়। এরপর গোপনে ঢামেক হাসপাতাল ছেড়ে চলে যায় বকুল সরকার। ঢামেক ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, ভিকটিম সন্ধ্যায় ক্যাম্পে অভিযোগ করলে বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়।