বকশীগঞ্জে বন্যহাতির মৃত শাবক উদ্ধার
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তবর্তী গারো পাহাড় থেকে শনিবার বিকেলে একটি বন্যহাতির শাবকের লাশ উদ্ধার করেছেন বনবিভাগের কর্মকর্তারা।
স্থানীয়রা জানান, তিন দিন ধরে একদল বন্যহাতি ভারতের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে দিঘলকোনা এলাকায় অবস্থান নেয়। দুপুরে সীমান্তবর্তী ১০৮৯নং পিলার সংলগ্ন দিঘলকোনা পাহাড়ি অদিবাসীরা শরীরে আঘাতের চিহ্নসহ মৃত হাতির শাবক দেখতে পেয়ে ডুমুরতলা বনবিভাগে খবর দেন।
ডুমুরতলা রেঞ্জের বিট কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, মৃত হাতির শাবকটি উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত করে মাটিচাপা দেওয়া হবে।