নির্বাচকদের ভাবনায় ‘ভারত-বধ’
আগামী মাসেই ভারত সিরিজ। ২৩ সদস্যের প্রাথমিক দল সিরিজের জন্য অনুশীলন শুরু করলেও, এখনো ঘোষিত হয়নি মূল দল। পূর্ণশক্তির ভারত দলের বিপক্ষে ভালো করতে বাংলাদেশ দলের বর্তমান ধারাবাহিকতা ধরে রাখা ছাড়া গতি নেই। একথা মানছেন নির্বাচকরাও। ভারতকে হারানোর প্রত্যয়েই কিনা, নির্বাচকরা পাখির চোখ রাখছেন মূল দল নির্বাচনেও।
এইমুহুর্তে দলে একাধিক নিয়মিত পারফর্মার থাকলেও টা ধরে রাখাটায় কঠিন ব্যাপার। তারপরেও দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ভালো ফলাফলের প্রত্যয় বাংলাদেশ দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। যখন খবর আসছে ক্রিকেটারদের ইনজুরির, তখনও ফারুক আহমেদ বিশ্বাস করছেন সিরিজের আগেই দলে ফিরবে।
দল নির্বাচন নিয়ে ফারুক আহমেদ বলেন, ‘আশা রাখি ভারতের সঙ্গে আসন্ন সিরিজে ভালো করবে। দল নির্বাচনের ক্ষেত্রে উইকেট বিবেচনা করা হবে।ভারত মূল দল পাঠাচ্ছে, যেটি খুব শক্তিশালী। যদি আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে চমৎকার সিরিজ হবে।’
দল নিয়ে ফারুক আহমেদ আশার কথা শোনালেও বাংলাদেশ শিবিরে এইমুহুর্তে বেশকিছু খারাপ খবর রয়েছে। প্রথমত মুশফিকুর রহিম ও রুবেল হোসেনের ফিটনেস নিয়ে শঙ্কা একই সঙ্গে দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের পুরনো ইনজুরি ফিরে আসার ভয়।