১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা

nuজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে সম্মান প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ১ ডিসেম্বর ক্লাস শুরু করা হবে। ২০১৬ সালের নভেম্বর-ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হবে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের সিনেট হলে একাডেমিক কাউন্সিলের ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে সেশনজট দূর করতে সভায় বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরুর আগেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন করা। সে মোতাবেক আগামী ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম ১ অক্টোবর শুরু হবে। এই সেশনে ভর্তি হওয়া শিক্ষাথীদের ক্লাস শুরু করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের মূল ক্যাম্পাসে দেড় বছর মেয়াদী ‘মাস্টার অব এডভান্সড স্টাডিজ ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স’ বিষয়ে স্পেশাল মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend