জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা শনিবার সকালে
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তার মাজারে শনিবার সকাল ১১টায় পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
এ ছাড়া শনিবার সকাল ৬টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করবে বিএনপি। একইভাবে সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে শাহাদতবার্ষিকীর কর্মসূচি পালন করা হবে।
জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে মাজারে কোরআনখানী ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে মাজার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ড্যাবের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হবে।
বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন জানান, বেলা সাড়ে ১১ টায় ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে মহানগরীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন বেগম খালেদা জিয়া।