‘মোদির সঙ্গে খালেদার নিশ্চয়ই বৈঠক হবে’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাৎ প্রসঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘মোদির সঙ্গে আমাদের চেয়ারপারসন খালেদা জিয়ার নিশ্চয়ই বৈঠক হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ সফরে মোদিকে তিস্তাসহ বিভিন্ন নদীর সমস্যা, টিপাইমুখ বাঁধ সমস্যা, নদীতে বাঁধ সংক্রান্ত সমস্যা, সীমান্ত হত্যার সমস্যা সমাধানের ঘোষণা দিয়ে যেতে হবে।’
জাতীয় প্রেস ক্লাবের হলরুমে শুক্রবার বিকেলে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল’ স্টুডেন্টস এ্যালায়েন্স আয়োজিত জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
তবে অনুষ্ঠান শেষে মোদির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের বিষয়টি নিশ্চিত কিনা- সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা সাংবাদিক, নিশ্চয়ই জানবেন।’
এ সময় তার পাশে থাকা বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন সাংবাদিকদের বলেন, ‘হইছে, ঘোষণা তো দিয়েছেন। হবে কিনা সেটা পরে জানা যাবে।’
মাহবুবুর রহমান বলন, ‘অন্যান্য সরকার যেখানে ভারত-বাংলাদেশের সীমান্ত সমস্যার সমাধান করতে পারেনি, তখন নরেন্দ্র মোদি তার সমাধান করেছেন। তিনি বাংলাদেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই।’
তিনি বলেন, ‘দেশে এখন রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। কারও কোনো নিরাপত্তা নেই। মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধাও ধর্ষণের শিকার হচ্ছেন। আগে আমরা দিল্লিকে ধর্ষণের নগরী বলতাম। এখন দিল্লীকেও ছাড়িয়ে ঢাকা হয়ে উঠেছে রেপ সিটি।’
সাগরে ভাসমান মানুষদের প্রসঙ্গ টেনে মাহবুবুর রহমান বলেন, ‘সাগরে যে মানবিক বিপর্যয় চলছে সেখানে সরকার নিশ্চুপ। এটা কল্পনা করা যায় না। আর দেশের সাধারণ মানুষও এ বিষয়ে বোবা হয়ে গেছে।’
বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল’ স্টুডেন্টস এ্যালায়েন্সের সভাপতি সুলতানা রাজিয়া শাওনের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।