শ্রীবরদী কাল্ব নির্বাচন অনুষ্ঠিত: হেলাল চেয়ারম্যান, ভেটু সেক্রেটারী

sreebardi 12-06-2015শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতাঃ
শ্রীবরদী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী এপিপিআই স্কুলে সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ট্রেজারার পদে ২ জন করে, সেক্রেটারী পদে ৩ জন এবং ডিরেক্টর পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে হেলাল- ভেটু পরিষদ পুর্ণ প্যানেল বিজয়ী ও হাবিব – জুয়েল প্যানেলের ভরাডুবি হয়েছে। মোট ৩‘শ ৩৭ জন ভোটারের মধ্যে ২‘শ ৭২ জন ভোটাধিকার প্রদান করেন।
সরাসরি ভোটের মাধ্যমে চেয়ারম্যান পদে পুনরায় আমান উল্লাহ হেলাল ছাতা প্রতীকে ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোঃ হাবিবুর রহমান চেয়ার প্রতীক নিয়ে পান ১০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মোঃ হুমায়ুন কবির হরিণ প্রতীক নিয়ে ২৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোঃ রফিকুল ইসলাম বই প্রতিক নিয়ে ৪ ভোট পায়। মই প্রতীক নিয়ে শাফিকুর রহমান ভেটু ২৬৩ ভোট পেয়ে পুণরায় সেক্রেটারী পদে নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি তলোয়ার প্রতীকের নূর শফিউল্লাহ জুয়েল পেয়েছে ৩ ভোট। মাছ প্রতীক নিয়ে মোঃ আঃ রেজ্জাক ২৫৬ ভোট পেয়ে ট্রেজারার পদে পুনরায় নির্বাচিত হয়েছে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোঃ আঃ বাতিন পেয়েছে ১১ ভোট। ডিরেক্টর পদে মোঃ নাফিউল ইসলাম বাই সাইকেল প্রতীক নিয়ে ২১৯ ভোট ও টেবিল প্রতীক নিয়ে তাহমিনা হক বুলবুল হেলেন ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দি আম প্রতীকের মোঃ হানিফ উদ্দিন ৫২ ভোট ও দেয়ালঘড়ি প্রতীকের মোঃ আঃ হালিম ১২ ভোট পেয়েছে।
নির্বাচনে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন শ্রীবরদী উপজেলা সমবায় অফিসার তপন কুমার দাস।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com