শ্রীবরদীতে জাতীয় শোক দিবস পালিত
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচী পালিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য প্রকৌশলী এ.কে.এম ফজলুুল হক চাঁনের নেতৃত্বে এক শোক র্যালি বের করা হয়। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, ইউএনও হাবিবা শারমিন, ওসি আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, এম’পি’র স্থানীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ্ সহ সর্বস্তরের জন সাধারণ শোক র্যালিতে অংশগ্রহণ করেন। অপরদিকে উপজেলা আ’লীগের পক্ষ থেকে পৌর শহরের কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে শোক দিবসে দিন ব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। এসময় উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকা, সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন, আ’লীগ নেতা জাহাঙ্গীর আলম সরকার, আব্দুল খালেক ডিলার, আনোয়ার পারভেজসহ উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে সরকার দলীয় সাংসদ এ.কে.এম ফজলুল হক চাঁনের উদ্যোগে তার পৌর শহরের টিএন্ডটি রোডস্থ বাস ভবনে শোক দিবসে দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়। এসময় স্থানীয় এম.পি এ.কে.এম ফজলুল হক চাঁন, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, সাবেক কমান্ডার হামিদুর রহমান, বীর প্রতীক বার কমান্ডার জহুরুল হক মুন্সী, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালেম, জেলা আ’লীগ নেতা আব্দুল্লাহ আল সালেহ্, ছাত্রলীগ নেতা জুয়েল আকন্দ, শ্রমিক লীগ নেতা জাকির হোসেন, কৃষকলীগ নেতা আব্দুল কাদের সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে পৌর শহরের থানা রোডস্থ এফ এম ডায়াগনোস্টিক সেন্টার সন্মুখে শোক দিবসে দিন ব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়। শেরপুর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি ইফতেখার হোসেন কাফী জুবেরীর নেতৃত্বে এক শোক র্যালি বের করা হয়। এসময় উপজেলা সেচ্ছাসেবক লীগ আহবায়ক মোঃ ফেরদৌস আলী, যুগ্ন আহবায়ক মোঃ মোবারক চোধুরী, সেচ্ছাসেবক লীগ নেতা আরিফ হোসেন মিঠু, আঃ মান্নান, মমিনুল ইসলাম, আঃ কাদির, খোকন, সুলতান, নুরইসলাম,শ্রী নিরমল,মতিউর,হিটলার, বিল্লাল,জহুরুল সহ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।