শ্রীবরদীতে জাতীয় শোক দিবসে পবিত্র কুরআন খতম উপলক্ষে সাংবাদিক সম্মেলন
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
শেরপুরের শ্রীবরদীতে ৪০তম জাতীয় শোক দিবসে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আতœার মাগফেরাত কামনায় ৪০ খানা কুরআন খতম উপলক্ষে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। ১৫ আগস্ট শনিবার বিকালে পৌর শহরের চৌরাস্তা মোড়ে শহীদ মিনার চত্বরে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব প্রফেসর ডা. মো. ওয়ালীউজ্জামান আশরাফী লতা এ সাংবাদিক সম্মেলন করেন। এসময় ১৫ আগস্টের সকল শহীদদের আতœার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সাংবাদিক সম্মেলনে ডা. আশরাফী লতা লিখিত বক্তব্যে বলেন, আজ সারা বাংলাদশে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্য্য পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। আমি এ শোক দিবসে উপজেলার বিভিন্ন মাদরাসা ও মসজিদের শিক্ষার্থী কর্তৃক ৪০ খানা পবিত্র কুরআন শরীফ খতমের ব্যবস্থা করেছি। যা ইতিপূর্বে কেহ কখনো করে নাই। এমন কাজ করতে পারায় মহান আল্লাহ পাকের নিকট আমি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামীন আমাকে যেন তৌফিক দান করেন, যাতে আমি আগামী দিন গুলোতে এমন কাজ করতে পারি। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে উদ্দেশ্য করে বলেন, আগামীতে তারা যেন এ ধারাবাহিকতা বজায় রেখে জাতির জনকের শাহাদৎ বার্ষিকী পালন করেন।