অর্থ আত্নসাৎ>>> শ্রীবরদীতে ইউপি চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
শ্রীবরদী প্রতিনিধি-
এলজিএসপি-২‘র অর্থ আতœসাতের অভিযোগে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম হিটলার ও একই ইউনিয়েনে সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রহিমা বেগম কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, উপজেলার তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম হিটলার সংরক্ষিত মহিলা সদস্য রহিমা বেগমকে সাথে নিয়ে এলজিএসপি-২ সহ অন্যান্য উন্নয়ন বরাদ্দ অর্থ আতœসাৎ করে আসছে। তাদের বিরুদ্ধে স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে এলজিএসপি-২ অর্থ ব্যাংক থেকে উত্তোলনের অভিযোগও রয়েছে। এ নিয়ে ওই ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যরা স্থানীয় সরকার সহ বিভিন্ন দপ্তরে একাধিক বার লিখিত অভিযোগ দায়ের করে।
এ নিয়ে স্থানীয় সরকার বিভাগের ইপ -১ অধিশাখার ৯ আগস্ট তারিখের পৃথক ৮০৫ ও ৮০৬ স্মারকপত্রের চিঠিতে এলজিএসপি-২ অর্থ আতœসাতের অভিযোগে দিদারুল আলম হিটলার ও সংরক্ষিত সদস্য রহিমা বেগমকে সাময়িক বরখাস্ত ও চেয়ারম্যান পদে অন্যকে মনোনয়নের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন জানান, বরখাস্তের বিষয়টি শুনেছি। তবে এখনও চিঠি পাইনি।