শ্রীবরদীতে বন্যহাতি কবলিত এলাকায় টর্চ লাইট বিতরণ
শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা
শ্রীবরদীর সীমান্তবর্তী বন্যহাতি কবলিত এলাকায় হাতি তাড়ানোর লক্ষে সিবি ডি এম সি’র দুইটি গ্রুপের মধ্যে বুধবার বিকালে টর্চ লাইট, হ্যান্ড মাইক ও ত্রিপাল বিতরণ করেছে শ্রীবরদী এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এ উপলক্ষে এডিপি হল রুমে এডিপি ব্যবস্থাপক মি. সেবাষ্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. গুলজার হোসেন, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা হাফিজুল হক সোহাগ, কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ প্রমূখ। আলোচনা শেষে কর্ণঝোড়া ও মেঘাদলের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দুইটি গ্রুপের মধ্যে ৬৫টি টর্চ লাইট, ৬টি মেগা টর্চ লাইট ও ৯টি ত্রিপাল বিতরণ করা হয়। এভাবে পর্যায়ক্রমে ৯টি গ্রুপের মাঝে এ ধরনের সামগ্রী বিতরণ করা হবে।