সোনার দাম ভরিতে কমেছে ১২২৫ টাকা


সোনার দাম ভরিতে কমেছে ১২২৫ টাকা এক মাসের আগেই দেশের বাজারে আবারও সোনার দাম প্রতি ভরিতে এক হাজার ২২৫ টাকা কমেছে।

নতুন মূল্য শনিবার থেকে কার্যকর হয়েছে। শুক্রবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস।

এর আগে ৯ নভেম্বর ভরিতে সোনার দাম সর্বোচ্চ এক হাজার ২২৫ টাকা কমানো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ৪১ হাজার ২৯০ টাকা। আগে এ মানের স্বর্ণের দাম ছিল ৪২ হাজার ৫১৫ টাকা। প্রতি ভরিতে দাম কমছে এক হাজার ২২৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪০ হাজার ৪১৬ টাকার বদলে ৩৯ হাজার ১৯১ টাকায় বিক্রি হচ্ছে। এ ক্ষেত্রেও প্রতি ভরিতে দাম কমছে এক হাজার ২২৫ টাকা। দাম কমার পর ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছে ৩২ হাজার ৫৪৩ টাকা। আগে এ মানের স্বর্ণের দাম ছিল ৩৩ হাজার ৭৬৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ২২ হাজার ৬৮৬ টাকার বদলে নতুন দাম অনুযায়ী ২১ হাজার ৪৬২ টাকায় বিক্রি হচ্ছে। স্বর্ণের পাশাপাশি শনিবার থেকে রুপার (ক্যাডমিয়াম) দামও কমেছে। আগে প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৮৭৫ টাকায়। প্রচলিত মানদণ্ড অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে। পুরোনো স্বর্ণালঙ্কার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা পাওয়া যাবে সে বিষয়ে কোনো মানদণ্ড নেই।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend