আজ ৩ ডিসেম্বর মনোনয়ন জমাদানের শেষ দিনে শেরপুর সদর পৌরসভাসহ জেলার ৪ পৌরসভায় মেয়র পদে ২২ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন। কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছেন ২৪৯ জন প্রার্থী।
শেরপুরে সদরে মেয়র পদে ৫ জন, নালিতাবাড়ীতে ৪ জন, নকলায় ৭ জন এবং শ্রীবরদীতে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
শেরপুর সদর উপজেলার মনোনয়ন জমা নেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।আওয়ামীলীগের গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, বিএনপির আব্দুর রাজ্জাক আশীষ,জাতীয় পার্টির মীর দেলোয়ার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে বর্তমান পৌর মেয়র হুমায়ুন কবির রুমান মনোনয়নপত্র জমা দেন। সর্বশেষ জমা দেন ন্যাশনাল পিপলস পার্টির মাহবুবুর রহমান।
নালিতাবাড়ী পৌরসভায় বিএনপি প্রার্থী বর্তমান মেয়র আনোয়ার হোসেন, আওয়ামীলীগের আবু বকর বাক্কার,স্বতন্ত্র সাবেক মেয়র আঃ হালিম উকিল ও সামছুল আলম সওদাগর মনোয়নপত্র জমা দেন।
নকলায় পৌরসভায় বিএনপি প্রার্থী বর্তমান মেয়র মোখলেছুর রহমান তারা, আওয়ামীলীগের হাফিজুর রহমান লিটন, স্বতন্ত্র নূরে আলম উৎপল, আমির উদ্দিন, আমিরুল ইসলাম, শফিউল ইসলাম ও আব্দুর রাজ্জাক মনোনয়ন পত্র জমা দেন।
শ্রীবরদী পৌরসভায় বিএনপির প্রার্থী বর্তমান মেয়র আব্দুল হাকিম, আওয়ামীলীগের আবু সাঈদ, স্বতন্ত্র ডা. ওয়া্লিউজ্জামান আশরাফী্, আলমগীর হোসেন, শাহীদুল্লাহ শাহী ও আবু রায়হান আল বেরুনী মনোনয়নপত্র দাখিল করেন।
অন্যদিকে ৪টি পৌরসভার মধ্যে শেরপুর সদর পৌরসভায় কাউন্সিলর পদে ৫৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১৯ জন, নালিতাবাড়ীতে কাউন্সিলর পদে ৩৫ মহিলা কাউন্সিলর পদে ৭ জন, নকলায় কাউন্সিলর পদে ৩৯ জন, মহিলা কাউন্সিলর পদে ৯ জন, শ্রীবরদীতে কাউন্সিলর পদে ৩৫ জন, মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দেন।