কুষ্টিয়ার পাঁচ পৌরসভায় মেয়র প্রার্থী ২৫
জেলার পাঁচ পৌরসভার মধ্যে কুমারখালী পৌরসভায় মনোনয়নপত্র যাছাই-বাছাই শেষে সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা দত্তর প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া মেয়র পদে জমা দেওয়া পাঁচজনকেই বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিন গতকাল শনিবার জেলার কুষ্টিয়া সদর, মিরপুর, ভেড়ামারা ও খোকসা এই চার পৌরসভায় পাঁচজনের মেয়র প্রার্থিতা বাতিল হয়। তবে বড় কোনো দলের মনোনীত প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়নি। ফলে কুষ্টিয়ার পাঁচ পৌরসভায় মোট ৩০ জন মেয়র প্রার্থীর মধ্যে ২৫ জনের প্রার্থিতা টিকে থাকল।