‘সব নির্বাচনের আগেই মিথ্যাচার করে বিএনপি’

পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে না বলে বিএনপির পক্ষ থেকে লাগাতারভাবে তোলা অভিযোগ আমলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেছেন, ‘প্রতিটা নির্বাচনের আগেই বিএনপি নির্বাচন সুষ্ঠু হবে না বলে নানা ধরনের মিথ্যাচারসহ সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করে।’
উদাহরণ হিসেবে হানিফ বলেন, ‘গেল বরিশাল সিটি নির্বাচনের দিন বিকেলেও ভোট কাটাকাটির অভিযোগ তুলেছিল বিএনপি। তবে ভোট গণনার পর বিএনপি যখন জিতল, তখন তারা বলল ভোট সুষ্ঠু হয়েছে। মিথ্যাচার করা বিএনপির পুরনো অভ্যাস। ফলে এটা আমলে নেওয়ার কিছু নেই।’
কুষ্টিয়ায় নিজ বাসায় রবিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।
হানিফ বলেন, ‘বিএনপির সামনে সরকারের বিরুদ্ধে বলা বা অভিযোগ করার কিছুই নেই। সেই কারণে তারা নির্বাচনকে সামনে নিয়ে মিথ্যাচারের ধোঁয়া তুলে জনগণ ও ভোটারদের কাছে সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে।’
এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।