তাজিকিস্তানে ৭.২ মাত্রার ভূমিকম্প
মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানকে শক্তিশালী ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে গেছে, যা অনুভূত হয়েছে পাশের দেশ পাকিস্তান, আফগানিস্তান ও ভারত থেকেও। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় বেলা ১টা ৫০ মিনিটে এই ভূমিকেম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানের মারগব শহরের ১০৯ কিলোমিটার পশ্চিমে এবং আফগানিস্তানের আশকাশাম থেকে ২০৪ কিলোমিটার উত্তর. উত্তর পশ্চিমে; কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ২৮ কিলোমিটার গভীরে। পাকিস্তানের বিভিন্ন শহর এবং ভারতের রাজধানী নয়া দিল্লির ভবনগুলোও ভূমিকম্পে কেঁপে ওঠে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো বিবরণ আন্তর্জাতিক গণমাধ্যমে আসেনি। তাজিকিস্তান সরকারের একজন কর্মকর্তা জানান, এই ভূমিকম্পের কারণে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর তাদের কাছে নেই। সেখানে রুশ সেনা ঘাঁটি থেকেও তেমন কোনো খবর পাওয়া যায়নি।