সিলেটের বদলে যাওয়ার রহস্য জানালেন কোচ
বরিশাল বুলসকে উড়িয়ে দেওয়ার পর সিলেট সুপার স্টার্সের বদলে যাওয়ার রহস্যটা জানিয়েছেন সারওয়ার ইমরান। আগের ছয় ম্যাচের পাঁচটিতেই হারা সিলেট রোববার ৯ উইকেটে হারায় বরিশালকে। এই জয়ে বেঁচে আছে সিলেটের শেষ চারে থাকার সম্ভাবানা। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিলেটের কোচ ইমরান জানান, খেলোয়াড়দের মধ্যে বিশ্বাস বাড়ানোতেই এমন ফল পাওয়া গেছে। “আমাদের ভাবনা ছিল পরের চার ম্যাচ এই দলই খেলবে। বদল আসতে পারে। কিন্তু এরকম বলা হয়েছে যাতে সবাই ভাবে যে আমরাই মূল ক্রিকেটার। আমরা এমন অবস্থা চাই যে, সব ক্রিকেটার ভাবে আমার দল, আমি জেতাব।”বরিশালের বিপক্ষে সিলেট দলে একটিই পরিবর্তন ছিল। মুমিনুল হকের বদলে প্রথমবারের মত চলতি আসরে খেলেছেন জুনায়েদ সিদ্দিক। ৩৭ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন তিনি। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে সিলেট। শেষ চারে থাকার পথ খুব কঠিন হলেও এখনই হাল ছাড়তে রাজি নন ইমরান।“আমাদের তিনটা ম্যাচই এখন নকআউট। সেমিতে যেতে হলে তিনটা ম্যাচই জিততে হবে।”