অবমাননাকর প্রতীক বাতিল দাবিতে মহিলা পরিষদের স্মারকলিপি
পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী আসনে কাউন্সিলরদের অবমাননাকর প্রতীক বরাদ্দের প্রতিবাদ জানিয়েছে কুড়িগ্রাম জেলা মহিলা পরিষদ। সম্মানজনক প্রতীক বরাদ্দের দাবিতে মঙ্গলবার সকালে জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের কাছে স্মারকলিপি দেয় সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য রওশন আরা চৌধুরী, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, মমতাজ আরা চৌধুরী শিল্পী, নাসরিন বেগম প্রমুখ।
মহিলা পরিষদের নেতারা বলেন, বাংলাদেশ সরকার যেখানে নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে, সেখানে নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনে সংরক্ষিত নারী আসনের কাউন্সিলরদের লজ্জাজনক প্রতীক বরাদ্দ করেছে। যা জাতিকে পিছনের দিকে নিয়ে যাওয়ার প্রয়াস। এটি নারীদের বিভাজনের প্রতীক। এই প্রতীকগুলো বাতিল করে সম্মানজনক প্রতীক বরাদ্দের দাবি জানান তারা।
উল্লেখ্য, নির্বাচন কমিশন তফসিল-৪ [বিধি ১৯(২) (খ) অনুযায়ী পৌরসভা নির্বাচনে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদের প্রার্থীদের জন্য চুড়ি, ফ্রক, ভ্যানিটি ব্যাগ, পুতুল, চকলেট, কাচি, হারমোনিয়াম, গ্যাসের চুলা, মৌমাছি ও আঙ্গুর প্রতীক বরাদ্দ করে।