ফেসবুক খুলেছে !
টানা ২২ দিন বন্ধ থাকার পর অবশেষে ফেসবুক খুলে দিয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে ফেসবুক খুলে দেওয়ার নির্দেশ দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম। এরপরই বিশ্বব্যাপী জনপ্রিয় এই সামাজিক যোগাযোগের মাধ্যম খুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বিটিআরসির সচিব সারোয়ার আলম।
বৃহস্পতিবার বেলা আড়াইটায় বলেন, ‘শুধুমাত্র ফেসবুক খুলে দেওয়া হয়েছে। তবে ভাইবার ও হোয়াটসঅ্যাপ এখনো বন্ধ রয়েছে।’
এর আগে ফেসবুক খুলে দেওয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘সরকারের নির্দেশনায় ১:৩৫ মিনিটে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে ফেসবুক খুলে দিতে নির্দেশ দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘ফেসবুক বন্ধ থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে অনেক কষ্ট পোহাতে হয়েছে। তবে ভাইবার এবং হোয়াটস্যাপ বন্ধ থাকবে।’