শ্রীবরদী সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বহিস্কার !
শেরপুরের শ্রীবরদী উপজেলার সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শাহান শাহ মোঃ এলমে শফি তারা বহিস্কার হয়েছে। ৫ ডিসেম্বর বেলা ২টায় উপজেলা আ’লীগের কার্যালয়ে সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে এক জরুরী সভায় তাকে বহিস্কার করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। সম্প্রতি উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ইন্তেকাল করায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়। শূন্যপদে উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করায় আ’লীগ কর্মী ডাঃ আব্দুল হালিম কে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেওয়ায় সাধারণ সম্পাদক তারা ক্ষুব্ধ হয়ে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ায় দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি অভিযোগ এনে সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বহিস্কার করা হয় এবং কেন তাকে চূড়ান্ত বহিস্কার করা হবে না মর্মে কারণ দর্শানো নোটিশ ইস্যু করণেরও সিদ্ধান্ত গৃহিত হয়। ইতিপূর্বেও দলীয় বিধি বহির্ভূত কর্মকান্ডে তিনি লিপ্ত ছিল বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।