অর্ধেক বিদ্রোহী প্রার্থিতা প্রত্যাহার করেছে : আ’লীগ

alপৌর নির্বাচনে দলের অর্ধেক বিদ্রোহী প্রার্থী ইতোমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

রাজধানীর ধানমণ্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আহমদ হোসেন বলেন, ‘দলের অভ্যন্তরীণ শৃঙ্খলাকে দলীয় প্রধান কতটা প্রাধান্য দেন তা এতে উঠে এসেছে। আমরা বিদ্রোহী প্রার্থীদের কাছে একটি মেসেজ দিয়েছি। যদি প্রত্যাহার না করে পরবর্তীতে আরও কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে।’

পৌর নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এ নির্বাচনে এ্যাসিড টেস্ট হবে। খেলা হবে সমানে সমানে। আপনি (খালেদা জিয়া) বলেন, আমাদের জনসমর্থন নেই। তাই এক পৌর নির্বাচনের মাধ্যমে আমরাও প্রমাণ করতে চাই যে আমাদের জনসমর্থন আছে, কি নেই।’

আহমদ হোসেন বলেন, ‘কোন কিছু জয় করতে না পারলে সমস্ত দোষ নির্বাচন কমিশনের। আমরা দৃঢ়তার সাথে বলছি নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend