হবিগঞ্জে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে রাবার বাগান কর্মচারীর আত্মহত্যা
হবিগঞ্জের মাধবপুরে সুদের টাকা না দিতে পেরে সিরাজ মিয়া (৬০) নামে এক ব্যাক্তি আত্মহত্যা করেছেন। তিনি মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের জমির আলীর পুত্র। সিরাজ মিয়া শাহপুর রাবার বাগানের কর্মচারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজ মিয়া জীবিকার তাগিদে শাহপুর গ্রামের কয়েকজনের কাছ থেকে বছর খানেক পূর্বে সুদের উপর প্রায় দেড় লক্ষাধিক টাকা ধার নেন। সম্প্রতি টাকা সুদসহ ফেরত দিতে তার উপর চাপ অব্যাহত ছিলো।
টাকা দিতে না পেরে আজ শনিবার ভোর রাতে সে সকলের অগোচরে ঘরের মধ্যে কীটনাশক পান করে আত্মহত্যা করে। সকালে স্থানীয় লোকজন তার ঘরে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মাধবপুর থানার এসআই আব্দুল আউয়ালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে। পরে শনিবার দুপুর দেড়টার দিকে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।