কান্তজীউ’র মন্দিরে বোমা হামলার প্রতিবাদের দিনাজপুরে মানববন্ধন
দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজিউ মন্দিরের রাস মেলায় যাত্রা মঞ্চে বোমা হামলাকারীদের গ্রেফতার এবং ৩০০ বছরের ঐতিহ্যবাহী রাস মেলায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী যাত্রা ও সার্কাস চালুর দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার সকালে দিনাজপুরের তেরো মাইল কান্তনগর মোড়ে এ মানববন্ধনে নারী-পুরুষ শিশু,আবাল-বৃদ্ধসহ অসংখ্য মানুষ অংশ নেয়।
মানববন্ধরে ব্যানার ও ফেষ্টুনে যাত্রা মঞ্চে বোমা হামলাকারীদের গ্রেফতার এবং ৩০০ বছরের ঐতিহ্যবাহী রাস মেলায় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী যাত্রা ও সার্কাস চালুর দাবীতে বিভিন্ন শ্লোগান শোভা পায়। মানববন্ধনটি সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী চলে।